গোপালগঞ্জ : গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায়, সদর উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের নুরি মুন্সীর ছেলে শহিদুল মুন্সী (৩৫) এবং একই গ্রামের বিলু মুন্সীর ছেলে বাবু মুন্সী (৩০) নিহত হয়।
পুলিশ জানায়, রাস্তার উপর দুমড়েমুচড়ে যাওয়া থ্রি-হুইলারটি পড়ে থাকায় ওই সময় সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শহিদুল মুন্সীর মরদেহ উদ্ধার ও আহত বাবুকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে, কিভাবে দুর্ঘটনা ঘটেছে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।