আন্তর্জাতিক : কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের ক্রমবর্ধমান সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার চীনে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এ সময় ভারত ও পাকিস্তান এই বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করবে বলে আশা প্রকাশ করেন ওয়াং ই। এদিকে, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত ভারত-চীন সীমান্ত নিরাপত্তায় দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির বিপরীত বলে মন্তব্য করেন তিনি।
এর আগে, গত ৫ই আগস্ট ভারতের সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরের স্বায়ত্ত্বশাসনের অধিকার কেড়ে নিয়ে এলাকাটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।