বাগেরহাট : বাগেরহাটে প্রতারণা ও ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে, রামপালের শ্রীফলতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হামীম নূরীকে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণ মামলা রয়েছে। গোপালগঞ্জের একজনকে চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাৎ করেন হামীম। তার বিরুদ্ধে মামলা দায়ের করে ভুক্তভোগী। পরে টাকা ফেরত দেয়ার কথা বলে কৌশলে ওই চাকরি প্রার্থীর মাকে ধর্ষণ করে হামীম। পরে ধর্ষিত নারী রামপাল থানায় মামলা দায়ের করেন।
হামীম নূরী রামপাল উপজেলার শ্রীফলতলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মাদ নূরী। তিনি ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। তার বিরুদ্ধে ফকিরহাট থানায় প্রতারণা ও রামপাল থানায় ধর্ষণের মামলা রয়েছে। হামীম নূরী বর্তমানে ডিবি হেফাজতে রয়েছে।