বিনোদন : সালমান খান জানেন তার ভক্তদের কিভাবে ধরে রাখতে হয়। শনিবার ইনস্টাগ্রামে পোস্টটি এটি আবার প্রমাণ করলো। পোস্টটিতে দাবাং-থ্রি সিনেমার একটি ছবি ভক্তদের জন্য শেয়ার করলেন সালমান। আর ছবিটিতে ১ লাইক পড়লো এক কোটি
দাবাং সিনেমার সিক্যুয়াল দাবাং-থ্রির স্যুটিং মাত্র শুরু হয়েছে। সেই সেট থেকেই একটি ছবি পোষ্ট করলেন সালমান। ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন সায়ি মাঞ্জেকার।
৫৩ বছর বয়সী এই অভিনেতা যে ছবি শেয়ার করেছেন সেখানে সায়ি মঞ্জেরেকরও রয়েছে। ছবিতে সালমান এবং সায়িকে নদীর তীরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সালমান হালকা বাদামী রঙের শার্ট আর সায়ি পীচ রঙের স্যুট পরে রয়েছেন ছবিটিতে। ছবিটি শেয়ার করে সালমান খান লিখেছেন, লোকেশনে … দাবাং-থ্রি।