দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রাকশিত খবর অনুযায়ী, ঢাকার চলচ্চিত্র জগতের কয়েক জন নায়িকার নাম উঠে আসে বার বার। যাদের মধ্যে চিত্র নায়িকা রত্না একজন।
এমন আলোচনার মাঝে গতকাল বৃহস্পতিবার নায়িকা রত্না সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন জি কে শামীমের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এমনকি তাকে তিনি চিনেননা। ফেইসবুকে দেয়া স্ট্যাটাসে রত্না প্রকৃত দোষীদের নাম প্রকাশ করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান।
ফেইসবুক স্ট্যাটাসে রত্না লেখেন, ‘আমি তদন্ত কর্মকর্তার নিকট আকুল আবেদন করছি জি কে শামীম নামক লোকটির সাথে জড়িত নায়িকাদের সঠিক নাম বের করে আনার জন্য। আর না হয় এভাবে তিনি নায়িকা সাত নায়িকা……সন্দেহে অনেক হলদে সাংবাদিক নিজেদের ফায়দা লুটার চেষ্টায় মগ্ন।‘
রত্না আরও লেখেন, ‘প্রতিবেদনে আমার নাম উল্লেখ করা হয়নি। তবে, তাদের বর্ণনা আমার সঙ্গে মিলে যায়। তাই অনেকেই মনে করছেন আমি সেই নায়িকা। তবে, এসব বিষয়ে আমি কখনই জড়িত ছিলাম না। আর এমন কোনো বিষয়ে আমি জানিও না। আমি জি কে শামীম নামে কাউকে চিনি না।‘
রত্না আরও বলেন, ‘প্রকাশিত প্রতিবেদনে যাদের নাম ইঙ্গিত করা হয়েছে তাদেরও উচিত এটা নিয়ে স্টেটমেন্ট দেয়া, যদি তারা সৎ থাকেন। তাতে করে তদন্তে সত্যটা বেরিয়ে আসবে।’