রণবীর সিং-কে দেখে ভয়ে শিশু কান্না

প্রকাশঃ ২০১৯-১০-০৩ - ১৪:৩৮
বিনোদন : কালো রঙের জিনসের সঙ্গে লাল হুডি পরে বেরিয়েছিলেন। ওই লুক নিয়ে রণবীর সিং সামনে আসার পরই পাপারাতজির মধ্যে তাড়াহুড়ো পড়ে যায় তাকে দেখার জন্য।

পাপরাতজির ক্যামেরায় পোজ দেওয়ার পর রণবীর যখন গাড়িতে ওঠার জন্য এগিয়ে আসেন, তখন তাঁকে দেখে কেঁদে ফেলে এক শিশু।

ভক্তদের জন্য ‘সিম্বা’ অভিনেতা যখন হাত নাড়িয়ে গাড়িতে উঠতে যাবেন, তখনই এক শিশুকে সামনে পেয়ে যান। শিশুটিকে আদর করতে রণবীর যখনই তার দিকে এগিয়ে গেলেই তাকে দেখে কেঁদে ফেলে ঐ শিশু।

রণবীর সিংয়ের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়। এদিকে, ‘সিম্বা’-র পর বর্তমানে ‘৮৩’-র শুটিং নিয়ে ব্যস্ত আছেন রণবীর সিং। এই সিনেমায় কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। পাশাপাশি তাঁর স্ত্রী রোমি দেবের চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকন।