কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে, উপজেলার ভালুকা পুর্বামা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, স্বামী বিপুল কুমার রায় ও স্ত্রী সোহাগী রানী। পুলিশ ধারণা, পারিবারিক কলহের জেরে বিপুল কুমার রায় রাতে সোহাগী রানীকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনমাস আগে তাদের বিয়ে হয় বলে জানায় স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।