কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় কৃষক হানিফ হত্যা মামলায় এক নারীসহ ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, নিহতের দ্বিতীয় স্ত্রী দোলেনা বেগম, ভাইয়ের ছেলে মুকুল হোসেন, প্রতিবেশী আসমত আলী মণ্ডল ও শ্যামল প্রামাণিক। রায়ের সময় তারা আদলতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে ২০১৭ সালের এপ্রিল মাসে কৃষক হানিফকে হত্যা করা হয়।