বিনোদন : লিভারের সমস্যায় ভুগছেন অমিতাভ বচ্চন ৷ তিন দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন। গত মঙ্গলবার রাত ২টার দিকে লিভারের সমস্যায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
প্রথমে বলা হয়েছিল রুটিন চেকআপের জন্যই হাসপাতালে গিয়েছেন তিনি ৷ কিন্তু পরে জানা যায়, লিভারের সমস্যা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ হাসপাতালে তার পরিবারের সদস্য ছাড়া আর কারও সেখানে যাওয়ার অনুমতি নেই ৷
অমিতাভ বচ্চনকে আইসিইউ-তে রাখা না হলেও অত্যন্ত সাবধানতার সঙ্গে তার চিকিৎসা চলছে। বলিউড সুপারস্টার হাসপাতালের যে কেবিনে রয়েছেন, সেটিকে জীবনামুক্ত করে রাখা হয়েছে। তবে অমিতাভ বচ্চনের অবস্থা স্থিতিশীল।
এদিকে, তার অসুস্থতার খবর বচ্চন পরিবারের পক্ষ থেকে প্রকাশ্যে আনা হয়নি। অনেকেই বলছেন অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি ভু্য়া ৷ রুটিন চেকআপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন তিনি ৷ খবরটি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় বিগ বি ভক্তরাও আতঙ্কে রয়েছেন ৷
অনেকেই হয়তো জানেন, হেপাটাইটিস বি হওয়ার পর থেকে অমিতাভের লিভারের ৭৫ শতাংশই আর কাজ করে না ৷ ১৯৮২ সালে কুলি ছবির সেটে দুর্ঘটনার পর থেকেই এই রোগ দানা বাঁধে তার শরীরে ৷ তবে অত্যন্ত সংযমী জীবনযাত্রা ও ব্যালেন্সড ডায়েটের জেরেই এত বছর ধরে বলিউডে চুটিয়ে কাজ করে যাচ্ছেন ৭৭ বছরের অমিতাভ ৷