মোংলা প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শৈলা খালে র্যাব-৮ ও বনদস্যু লিটন বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধে বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোক্তার নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ২১টি আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ড তাজা গুলিসহ দস্যুতার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরণের সরঞ্জামাদি।
র্যাব-৮ এর সিও লে: কর্নেল আনোয়ার উজ জামান জানাান, সুন্দরবনের দস্যু দমনে নিয়মিত টহলের অংশ হিসেবে সোমবার ভোর সাড়ে ৬টার দিকে র্যাব সদস্যরা বনের শৈলা খাল এলাকায় পৌছালে সেখানে পূর্ব থেকে অবস্থান নিয়ে থাকা বনদস্যু লিটন বাহিনী র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও দস্যুদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে প্রায় আধ ঘন্টা ধরে চলা বন্দুক যুদ্ধের এক পর্যায়ে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোক্তার হোসেন (৩৮)। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১টি দুইনালা বন্দুক, ১টি একনালা বন্দুক, ১ টি কাটা রাইফেল, ২টি ওয়ান শুটার গান, ১৬ টি পাইপ গান ও ৩৭ রাউন্ড তাজা গুলিসহ নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়। নিহত দস্যুও লাশ শরণখোলা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
এর আগে রবিবার সকালে চাদপাই রেঞ্জের জোংড়া খাল থেকে মোস্তফা বাহিনীর দুই সদস্যকে আটক করে র্যাব।