ঢাকা অফিস : মিশর থেকে পেঁয়াজ আসার খবরে চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কমেছে ৫০ টাকা। সোমবার খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা।
গত বৃহস্পতিবার দেশের বাজারে পেঁয়াজের কেজি ২০০ টাকা ছাড়িয়ে যায়। শনিবার আরও বেড়ে যায়। রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম কেজিতে ২৬০ টাকা পর্যন্ত উঠে যাওয়ার খরব পাওয়া যায়।
তবে গতকালের তুলনায় কিছুটা কম দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে রাজধানীর কাঁচাবাজারে। কেজিতে কমেছে ৫ থেকে ১০ টাকা।
এদিকে, পেঁয়াজের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে ভিন্ন ভিন্ন তথ্য। বিক্রেতারা বলছেন, তারা আজ দেশি পেঁয়াজ বিক্রি করছেন ২১০ থেকে ২১৫ টাকা করে। বাজারে সরবরাহ বাড়লে দাম কমে ১৮০ টাকা পর্যন্ত নেমে আসতে পারে।
অন্যদিকে, ক্রেতাদের দাবি তারা পেঁয়াজ কিনছেন ২২০ থেকে ২২৫ টাকায়। পেঁয়াজের পাশাপাশি অন্যান্য সবজি ও ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা।