বাগেরহাট প্রতিনিধি: সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মোঃ সমছুল আলম (হাবি) এর পুত্র মল্লিক মাহামুদ হোসেন (২৮) তার স্ত্রীকে তালাক দেওয়ার পর প্রায় দেড় মাস যাবৎ বিভিন্ন সময়ে ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে।এজহার সূত্রে জানা গেছে গত ২৭-০৭-১৮ ইং তারিখে ইসলামি শরিয়াত মোতাবেক মল্লিক মাহামুদ হোসেন (২৮) সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কাফুরপুরা গ্রামের মোঃ মান্নান ফকিরের কন্য মোসাঃ খাদিজা খাতুন (২০) কে সামাজিকভাবে বিবাহ করে। বিবাহের কিছু দিন পর স্বামী-স্ত্রীর সম্পর্ক অবনতি হতে শুরু করে।ভূক্তভোগী সুত্রে জানা যায় মল্লিক মাহামুদ বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে তার স্ত্রীর উপর শারিরীক নির্যাতন চালিয়ে আসছিল।শত নির্যাতন সহ্য করেও খাদিজা সংসার আকড়ে ধরে ছিল।কিন্তুু প্রতারক মাহামুদ খাদিজাকে গত ০৫/১২/১৯ ইং তারিখে গোপনে তালাক দেয়।তালাক দেওয়ার পরেও মাহামুদ তার স্ত্রী খাদিজাকে বাড়িতে রেখে বিভিন্ন সময়ে ধর্ষন করে।গত ১৯/০১/২০ ইং তারিখে অসহায় খাদিজা তালাকের নোটিশ পেয়ে পাগলপারা হয়ে স্থানীয় ইউ.পি চেয়ারম্যান কে জানিয়ে বাগেরহাট মডেল থানায় এজহার দায়ের করে। বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন বিষয়টি এজহার হিসাবে গন্য করে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।