মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মোংলায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের রিমঝিম চত্বরে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পের আয়োজন করে মোংলা পোর্ট পৌরসভা এবং গোপালগঞ্জ’র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান’র পরিচালক অধ্যাপক ডা: সাইফুদ্দিন আহমেদ। দিনভর প্রায় দেড় হাজার রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এ সময় পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে রোগীদের ফ্রি চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এছাড়া এখান থেকে বাছাইকৃত রোগীদের পৌর মেয়র জুলফিকার আলীর সহায়তায় গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে নিয়ে ফ্রি চোখের অপারেশন করানো হবে।