বিজ্ঞপ্তি: খুলনা-মাওয়া মহাসড়কে ফকিরহাটের কাকডাঙ্গা নামকস্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় হতাহতদের দেখতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটেযান জেলা যুবলীগের সভাপতি ও জেলা আ’লীগের সাবেক সিনি: সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সরদার জাকির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জামিল খান, জেলা সৈনিকলীগের সভাপতি এসএম ফরিদ রানা, মহিলা আ’লীগনেত্রী পাপিয়া সরোয়ার, যুবলীগনেতা এসএম তালিউর রহমান সানি, আরিফ চৌধুরী, রাকিবুজ্জামান ইমন, গালিব মাহমুদ, জেলা ছাত্রলীগনেতা চিশতী নাজমুল বাশার, আহাদ হাসান বাবু,আসাদুল ইসলাম ইমন, জাহিদ হাসান, সুমন, রকিব প্রমূখ। আ’লীগনেতা জামাল ওই রাতেই হতাহতদের সার্বিক খোজ-খবর ও সহযোগীতার চেষ্টা করেন।