ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে মতলেব গাজী (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলার মৌভোগ গাজী পাড়ার সিরমান গাজীর বাড়ীতে এ ঘটনাটি ঘটেছে। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুইজন আহত হয়েছে। আহত আনিসুর রহমান গাজী (২৮) ও ইউসুফ গাজী প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। মৃতের পরিবার ও স্থানীয়রা জানায়, মৌভোগ গাজীপাড়ার সিরমান গাজীর পুত্র আলমগীর গাজীর বাড়ীর টিউবয়েলের পাশে নিজ ইজিবাইকে সোমবার রাতে বিদ্যুতের তার সংযোগ দিয়ে রাখে। ঘটনার সময় সকালে মতলেব গাজী টিউবয়েলে পানি আনতে গেলে বিদ্যুৎ সংযোগ করা ইজিবাইকে হাত লাগলে এ ঘটনা ঘটে।