বৃহস্পতিবার এক টুইটে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়ে নিজের সেল্ফ আইসোলেশনে কথা জানান বরিস জনসন। দু’দিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের অন্যতম সদস্য প্রিন্স চার্লস। যুক্তরাজ্যে এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। দেশটিতে মৃতের সংখ্যা ৫৭৮ জন।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ১৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় তিনশ মানুষের। স্পেনে নতুন ৪৯৩ জনের মৃত্যু হয়েছে, আর ইতালিতে প্রাণ গেছে ৭১২ জনের।
আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বেশি সংখ্যক মানুষকে পরীক্ষা করা সম্ভব হয়েছে বলেই আক্রান্তের সংখ্যা বেশি দেখাচ্ছে। সেইসঙ্গে চীনের মোট আক্রান্তের সংখ্যা নিয়ে সংশয় জানিয়েছেন ট্রাম্প। করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানিয়েছে কেনিয়া, নিকারাগুয়া ও ভেনিয়াজুয়েলা।