মোংলায় সংবাদকর্মীদের মাঝে পিপিই ও মাস্ক বিতরণ

প্রকাশঃ ২০২০-০৩-৩০ - ১৮:১১

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ সুরক্ষায় মোংলায় সংবাদকর্মীদের পিপিই ও মাস্ক বিতরণ করেছেন স্থানীয় সহকর্মী সাংবাদিক নুর আলম শেখ। সোমবার দুপুরে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২০জন সংবাদকর্মীর হাতে এ সরঞ্জামাদী তুলে দেন নুর আলম। নুর আলম শেখ দৈনিক পূর্বাঞ্চলের মোংলাস্থ নিজস্ব সংবাদদাতা। তিনি তার নিজ উদ্যোগে এবং ব্যক্তিগত তহবিল থেকেই সাংবাদিকদের এ পিপিই ও মাস্ক বিতরণ করেছেন। এ সময় প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব এইচ,এম দুলালসহ অন্যান্য সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আমি নিজেও একজন সাংবাদিক, আমাদেরকে পেশাগত কাজে বিভিন্ন জায়গায় ছুটতে হয়। তাই আমার ও আমার সহকর্মীদের সুরক্ষার জন্যই এগুলো প্রয়োজন। এগুলো পেশাগত কাজের ক্ষেত্রে সুরক্ষা দিতে সক্ষম হবে।