মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণ রোধে মোংলায় ঘরে থাকা নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। বৃহস্পতিবার সকাল ১০টায় নৌবাহিনীর মোংলা এনক্স চত্বরে ৩শ অসহায় পরিবারের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন খুলনা নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এ সময় মোংলা নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মইনুল, অন্যান্য নৌ কর্মকর্তা ও জেসিও’স এবং নাবিকেরা উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবণ ও আলু।