মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে পূর্ববিরোধের জেরে ভাড়াকরে লোক এনে আত্নীয়ের বাড়িতে হামলা করে একই পরিবারের মহিলা-পুরুষ চার জন’কে যখম করা হয়েছে। উপজেলার চর দারিয়ালা গ্রামে গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে হিরু শেখের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহকর্তা শেখ (৫৫), স্ত্রী হাসি (৪৫), ছেলে আলিম শেখ (২২) ও মেয়ে ডলিয়া (১৮) যখম হয়েছে। যখমিদের’কে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মোল্লাহাট থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগ ও ভিকটিম পরিবার সুত্রে জানাযায়-হামলার শিকার হিরু শেখ ও তার আপন বোনের ছেলে দুবাই প্রবাসী মোঃ ঠান্ডু শেখের বাড়ি পাশা-পাশি। সম্প্রতি হিরু শেখের পরিবারের সাথে ঠান্ডু শেখের স্ত্রী লিজা বেগমের ঝগড়া হয়। উক্ত ঝগড়ার জেরে লিজা বেগম তার পিতার বাড়ি প্রায় ৭কিলোমিটার দুরের চরকুলিয়া থেকে ১৫/২০ জন’কে ভাড়া করে এনে হিরু শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ওই বাড়িতে ছিনতাই ও লুট-পাট করে বলেও জানান যখমীরা। তারা এঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এবিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজি গোলাম কবীর বলেন-তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।