বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫৩ হাজার ১৬৬ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এর সংক্রমণে মারা গেছেন ৫,৯৭৪ জন। সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ১৪ হাজার ৭৪৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৫৫১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ১২ হাজার ১৮ জন।
বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৭ লক্ষ ৪৯ হাজার ৫৬৩ জন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৩৭ হাজার ৬৯৮ জন।
মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬০৭০ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯৬৮ জনের। সেখানে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লক্ষ ৪৪ হাজার ৬৮১ জন। মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৪০৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬৭৮ জন।
এদিকে, ইতালিতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯১৫ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৬০ জনের। সেখানে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার ২৪২ জন। মোট সুস্থ হয়েছেন ১৮ হাজার ২৭৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৬৮ জন।
অন্যদিকে, ফ্রান্সে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে রেকর্ড ১৩৫৫ জনের। সেখানে এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৫ হাজার ৩৮৭ জনের। আক্রান্ত রোগীর সংখ্যা ৫৯ হাজার ১০৫ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১৬ জন।
এছাড়া, স্পেনে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৩৪৮ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯৬১ জনের। সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৬৫ জন। মোট সুস্থ হয়েছেন ২৬ হাজার ৭৪৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৪৭ জন।
তাছাড়া, এ পর্যন্ত করোনায় যুক্তরাজ্যে ২৯২১ জন, ইরানে ৩১৬০ জন, চীনে ৩৩১৮ জন, জার্মানি ১১০৭ জন, নেদারল্যান্ডসে ১৩৩৯ জন ও বেলজিয়ামে ১০১১ জনের মৃত্যু হয়েছে।