মোল্লাহাটঃ মোল্লাহাটে করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় ঘরে থাকা অসহায় দরিদ্রদের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আ’লীগ নেতা সমাজসেবক আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান (মনি মিয়া)। শনিবার বিকালে কাহালপুর মধ্যপাড়া এলাকায় নিজ বাড়ির উঠানে সচেতনতা সভা করে অসহায় দরিদ্র একশত ত্রিশ পরিবার’কে পাঁচ কেজি করে চাল, ডাল, লবন, আলু পেয়াজ ও তেল বিতরণ করেন তিনি। করোনা দূর্যোগ মোকাবেলায় সরকারের আদেশ মেনে সকলকে ঘরে থাকার অনুরোধ করেন মোঃ মনিরুজ্জামান মনি মিয়া। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক মিয়া পারভেজ আলম ও ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সহসভাপতিা মোঃ মঈনুল ইসলাম সুজন প্রমূখ।