লাইভে এসে চিকিৎসা পরামর্শ প্রদান করছিলেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. ফাতেমা আশ্রাফ। এসময় ননী বিশ্বাস নামে এক ব্যক্তি অশ্লীল ভিডিও পাঠিয়ে ওই ডাক্তারকে উত্ত্যক্ত করেছে।
এ ঘটনায় আজ শনিবার শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ ননী বিশ্বাসকে খুঁজছে।
নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে অধ্যাপক ডা. ফাতেমা আশ্রাফ ভিডিও বার্তার মাধ্যমে গাইনি রোগীদের পরামর্শ দিচ্ছিলেন। এই পরামর্শদানকালে ডা. ফাতেমার লাইভে ঢুকে অশ্লীল ভিডিও পাঠাতে থাকেন ননী বিশ্বাস।
এ ঘটনায় হাসপাতালের পরিচালককে লিখিত অভিযোগ করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করে।