মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে আদালতের একাধিক মামলা অবমাননার মাধ্যমে বিবাদমান জমির নারিকেল গাছ কেটে ফেলাসহ ওই জমিতে ঘর তোলার অভিযোগ পাওয়া গেছে বিবাদীদের বিরুদ্ধে। করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারী আদেশে আদালতসহ সর্বত্র স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকার সুযোগে উপজেলার গাড়ফা গ্রামে গত রবিবার এঘটনা ঘটে।
ওই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করে মামলার বাদী গাড়ফা গ্রামের সৈয়দ মোঃ রইসুল ইসলাম জানান-তার পৈত্রিক এবং ক্রয়কৃত ০.২০৮৩ একর জমি অবৈধ জবর দখলের জন্য বিবিন্ন প্রকার অন্যায় অত্যাচার ও ষড়যন্ত্র করে একই বংশের এবং প্রতিবেশী সেলিম মীর গং। ওই ঘটনায় নিরুপায় হয়ে সেলিম মীর, আসলাম মীর, নজরুল মীর, ইমরান মীর, রমজান মীর, তাসরিফুল, মুরছালিম ও আফ্রিদিসহ জড়িত ১৯জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন সৈয়দ রইসুল ইসলাম। যার নং-মিস/৯/১৯ ধারা ১৪৪ ধারা, ও মিস/৫/১৯, ১০৭/১১৭(গ)ধারা। ওই মামলার পরেও খুন-যখমের চেষ্টা এবং ষড়যন্ত্র করায় বিবাদীদের বিরুদ্ধে থানায় জিডি করেন তিনি। তদন্তে জিডির বিষয়টির সত্যতা পাওয়ায় থানা থেকে আদালতে প্রতিবেদন পাঠানো হয়, যার নং ১/১৯। ওই তিনটি মামলাই আদালতে চলমান বলেও জানান সৈয়দ রইসুল ইসলাম। করোনায় সরকারী আদেশ উপেক্ষা করে এবং আদালতের মামলা অবমাননার মাধ্যমে তার জমির ফলন্ত নারিকেল গাছ কেটে ফেলা এবং ঘর তোলার যথাযথ প্রতিকার দাবী করেন তিনি।
এবিষয়ে বিবাদী সেলিম মীর বলেন-ওই জমি তাদের এবং ওই গাছ তাদের ক্ষতি করছে তাই কেটে ফেলছে।