তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা তালায় টিআরএম এর বাঁধ ভেঙ্গে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) বিকালে জোয়ারের পানির চাপে টিআরএম এর সংযোগ খালের বাঁধ ভেঙ্গে এ ঘটনা ঘটেছে। তবে এলাকাবাসী বাঁধটি স্বেচ্ছাশ্রমে মেরামতের কাজ করছে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখাযায়, কপোতাক্ষে বালিয়া অংশের নদীতে বাঁধ দেয়ায় নদীর জোয়ার-ভাটা বাঁধাগ্রস্থ হওয়ার কারণে আকস্মিক জোয়ারের পানির চাপে কয়েক ফুট বাঁধ ভেঙ্গে নিম্ন এলাকায় পানি ঢুকে পড়ে। এতে কবরস্থানসহ কয়েকটি কয়েকটি বাড়ি সংলগ্ন নিম্ন এলাকায় পানি প্রবেশ করে। বালিয়া গ্রামের জব্বার মোড়ল, ইসমাইল মোড়ল, রবিউল সানা, মোমিন সানার বাড়িসহ বেশ কয়েটি পরিবার সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তাদের মাছের ঘের, পুকুর ও ফসলী জমিতে পানি উঠে যায়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য রাশেদ সানা বলেন, নদীর মুখে বাঁধ দিয়ে জোয়ার-ভাটার বাঁধাগ্রস্থ করায় এবং টিআরএম সংযোগ খালের বাঁধ মজবুত না হওয়ায় এলাকার কয়েকটি পরিবার হঠাৎ করে পানি বন্দি হয়ে পড়ে। এছাড়া টিআরএম এলাকার জমির হারির টাকা মালিকদের যথাসময়ে যথাযথ ভাবে না দেওয়ায় স্থানীয় অনেকেই এ বিলের ভিতর বেড়িবাঁধ দিয়ে ঘের করায় পানি বিলের ভিতর প্রবেশ করতে পারছে না বলেই অতিরিক্ত পানির চাপে বাঁধটি ভেঙ্গে যায়।
স্থানীয় খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু জানান, অব্যবস্থাপনায় টিআরএম চালু হওয়ার কারণে বাঁধ ভেঙ্গে বালিয়া গ্রামের কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তার উদ্যোগে বিকালেই এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধটি মেরামতের কাজ করছে বলে জানান তিনি।
তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। তবে দ্রুত বাঁধ মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।