মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : করোনায় কর্মহীন হড়ে পড়া মোংলার হতদরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘ময়লাপোতার মোড় যুব সমাজ কল্যাণ সংঘ’। সংঘের আহবায়ক ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: মিজান তালুকদার বুধবার রাতে পৌরসভার ৩নং ওয়ার্ডের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্তদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। এ সময় দেখা গেছে সংঘের আহবায়ক মিজান নিজেই ভ্যান চালিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে। এ খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ ও ছোলা। খাদ্যসামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম এবং ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: দুলালসহ সংঘের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। সংঘের আহবায়ক মিজান তালুকদার বলেন, যেহেতু সংগঠনটি তার নিজের ওয়ার্ড অর্থাৎ তিন ওয়ার্ডে, তাই তিনি তার ওয়ার্ড থেকেই প্রথম খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছেন। পর্যায়ক্রমে এ সহায়তা অন্যান্য ওয়ার্ডেও দেয়ার কথা জানান তিনি। বুধবার রাতে প্রথম দফায় আড়াই’শ পরিবারকে এ খাদ্য সহায়তা দিয়েছে ময়লাপোতার মোড় যুব সমাজ কল্যাণ সংঘ।