করোনা উপসর্গ: দেশের বিভিন্ন জেলায় ৭ জনের মৃত্যু

প্রকাশঃ ২০২০-০৪-০৯ - ১৮:৫৬
ঢাকা অফিস : করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় সাতজনের মৃত্যু হয়েছে। লকডাউন করা হয়েছে মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের বাড়ি।

শেরপুরে জ্বর ও সর্দি-কাশি নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুপুরে সাতপাকিয়ার মধ্যপাড়া এলাকায় নিজ বাড়িতে ওই ব্যক্তির মৃত্যু হয়। নমুনা সংগ্রহের পাশাপাশি মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১৬টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

এদিকে, জয়পুরহাটের ক্ষেতলালে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আটদিন ধরে অসুস্থ ওই যুবকের অবস্থার অবনতি হওয়ায়, দুপুরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় লকডাউন করা হয়েছে পৌলুঞ্জ গ্রামের ১০টি বাড়ি।

অন্যদিকে, ভোরে রাজশাহী মেডিক্যালের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন এক ব্যক্তি মারা গেছেন। নওগাঁ থেকে আসা ওই ব্যক্তি গত তিনদিন ধরে জ্বর, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন।

এছাড়া, নরসিংদী, গাজীপুর, বগুড়া ও পাবনায় করোনা উপসর্গ নিয়ে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, কুমিল্লার বুড়িচংয়ে লকডাউনে থাকা দুই শিশু করোনা আক্রান্ত বলে জানিয়েছেন সিভিল সার্জন।