গত ২৪ ঘণ্টায় ১৫৭০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ১৮২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে হয়েছেন ৮০৩ জন।
সোমবার, করোনাভাইরাস নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, যারা আগে থেকে আক্রান্ত ছিলেন তাদের মধ্যে মারা গেছেন আরও ৫ জন। সুতরাং মোট মৃতের সংখ্যা হয়েছে ৩৯। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও তিনজন। এ নিয়ে মোট ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তিনি বলেন, ইতিমধ্যে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়ে গেছে। এজন্য সংক্রমণ থেকে মুক্তি পেতে ঘরে অবস্থানে বিকল্প নেই।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ১৮ লাখ ৪৮ হাজার ৫০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ১৮৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ৪ লাখ ২৮ হাজার ৩৩৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ৩৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৮০৩ জন।