সোমবার (১৩ই এপ্রিল) দুপুরে র্যাবের সদর দপ্তরে সংস্থাটির বিদায়ী মহাপরিচালক হিসেবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেনজির আহমেদ।
এ সময় তিনি বলেন, ‘সবাই ঘরে থাকবেন আর কেউ কেউ বাইরে থাকবেন এটা হতে দেয়া হবে না।’ ন্যূনতম প্রয়োজনে বাইরে যাওয়া, আড্ডা দেয়া এবং অনর্থক ঘোরাঘুরি না করতে সবাইকে অনুরোধ জানান তিনি।
করোনা মোকাবিলায় সরকারি নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়ে বেনজির আহমেদ আরও বলেন,, ‘বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের হুমকি ধনী-গরিব সবার জন্য সমান। তাই সর্ব সাধারণের জন্য অনুরোধ থাকবে এই ক্রাইসিসের মধ্যে নিজের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন। এই দায়িত্ব কেবল একার নয়, সবার।’
র্যাবের বিদায়ী মহাপরিচালক অনলাইন সংবাদ সম্মেলনে ত্রাণ চুরির বিষয়ে কঠোর হুঁশিয়ারি বলেন, ‘ত্রাণ চুরির আর একটি ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নেবে।’
গণমাধ্যম এবং গণমাধ্যমের কর্মীরা র্যাবের ন্যায্য কাজের প্রতি সবসময় সহযোগিতা করেছে। এজন্য মহাপরিচালক হিসেবে গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বেনজির আহমেদ।