মোংলা প্রতিনিধি: নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপাতে মোংলা বন্দরের পশুর চ্যানেলের অবস্থানরত সকল দেশী-বিদেশী জাহাজের পণ্য বোঝাই-খালাস কাজ বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনার ঝুকি কম থাকায় বন্দর জেটিতে স্বল্প পরিসরে কাজ চলছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল। এদিকে ভারী বৃষ্টিপাত ও নিম্নচাপের কারণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এখানকার ছোট-বড় মিলিয়ে প্রায় দেড় শতাধিক চিংড়ি ঘের প্লাবিত হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম। পানিতে ভেসে গেছে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ। এতে বড় ধরণের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন মাছ চাষীরা। এছাড়া গত তিনদিনের টানা বৃষ্টিতে বন্দর শহরের নিম্নাঞ্চল তলিয়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পৌরসভার পূর্ব কবরস্থান রোড ও মুসলিমপাড়াসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়ীতে হাটু পানি বিরাজ করছে। পানিতে রান্না ঘর ও বসত ঘর তলিয়ে যাওয়ায় চরম দুভোর্গে পড়েছে এখানকার পানি বন্ধী বাসিন্দারা।