আটোয়ারীর মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মাঠে অস্থায়ী বাজার

প্রকাশঃ ২০২০-০৪-১৪ - ১৯:০৯

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) : করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্বের বিষয়টি গুরুত্ব দিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের কাাঁচামাল পট্টী সহ মাছ-মাংসের দোকান মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মাঠে স্থানান্তরিত করা হয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিন যাত্রা শুরু হওয়া অস্থায়ী বাজারটিতে ক্রেতারা সকাল ১০-০১ ঘটিকা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে পারবেন। করোনার প্রকোপ থেকে উপজেলা বাসীকে রক্ষা করা সহ জনসচেতনা সৃষ্টিতে এমন সিদ্ধান্ত গ্রহন করে উপজেলা প্রশাসন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা বলেন, ব্যবসায়ী ভাইদের সাময়িক অসুবিধা হলেও জনসার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে ব্যবসায়ী সহ ক্রেতা সাধারনের সহযোগিতাও চান তিনি।
এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ১৮৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এবং মঙ্গলবার পর্যন্ত পাঠানো সবকটি নমূনার ফলাফল নেগেটিভ এসেছে।