মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : করোনা ভাইরাসের মহামারি উপেক্ষা করে তথ্যসেবায় নিবেদিত প্রেসক্লাব মোল্লাহাটের সদস্য/সাংবাদিকদের সু-রক্ষায় পিপিই দিয়েছেন জননেতা শেখ হেলাল উদ্দীন এম.পি.’র একান্ত সহকারী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিকদার ওয়ালিদ হোসন। বুধবার সকালে ওই সকল পিপিই সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান। সাংবাদিকরা পিপিই পেয়ে বলেন-এতোদিন ঝুকি নিয়ে সতর্কতার সাথে সর্বসাধারণের সচেতনতায় তারা নিবেদীত আছেন। আজ আওয়ামীলীগ নেতা শিকদার ওয়ালিদ হোসেন পিপিই প্রদানের মাধ্যমে যেমন ভালো কাজের স্বীকৃতি দিয়েছেন, তেমন সাংবাদিকদের উৎসাহ/প্রেরণা যুগিয়েছেন।