বটিয়াঘাটায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ নানা অনিয়ম ও দুর্নীতি

প্রকাশঃ ২০২০-০৪-১৬ - ১৬:২০

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটাঃ সরকারী অফিস ছুটি থাকা সত্বেও বটিয়াঘাটা উপজেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ নানা অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে অব্যাহত রয়েছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে তার স্ট্যাফদের দিয়ে এ কাজ করতে বাধ্য করছেন। গত সোমবার ভান্ডারকোট হালিয়া প্রাইমারী স্কুলের ঢালাই কাজ ঠিকাদার প্রতিষ্ঠানের যোগসাজসে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া উক্ত ঢালাইয়ের কাজ করানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ করতে বাধ্য করছেন। অফিস স্ট্যাফরা কাজ করতে অপারগতা প্রকাশ করলে তাদেরকে বদলীসহ বিভিন্ন ধরনের হুমকী অব্যহত রেখেছেন। এ ব্যাপারে এলজিইডি অফিসের কয়েকজন স্ট্যাফ নাম না প্রকাশ করার শর্তে এ প্রতিবেদককে জানান ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে আঁতাত করে তিনি স্ট্যাফদের এ কাজ করতে বাধ্য করছেন বলে অভিযোগ করেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীর সাথে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।