ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটাঃ বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জলমা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অনুপ গোলদার গত ৩০ মার্চ থেকে করোনায় কর্মহীন সাধরণ মানুষের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেছেন। বিভিন্ন ওয়ার্ডে আর্থিক সহায়তা, সাবান, মাস্ক, জীবানুনাশক, ও সচেতনাতা মূলক লিফলেট বিতরন করেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদারের নেতৃত্বে তহবিল গঠন করে জলমা ইউনিয়ন সহ উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে করোনায় কর্মহীন মানুষের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন। অনুপ গোলদার বলেন, আমি পারিবারিক ভাবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ইউপি নির্বাচনে আমাকে জলমা ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনয়োন দেন। নির্বাচনে আমি সামন্য ভোটের জন্য দ্বিতীয় স্থান অধিকার করি। আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ি জনগনের সুখে দুঃখে পাশে রয়েছি এবং ভবিষ্যতেও পাশে থাকবো।