গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ২ শত ৩০ বোতল ফেন্সিডিল ও বহনকারী ট্রাক সহ ৩ জন কে আটক করেছে পুলিশ। ২৪ এপ্রিল শুক্রবার রাত অনুমান ৮ টা ১৫ মিনিটের সময় গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর হতে ঢাকাগামী ট্রাক ঢাকা মেট্রো ড ১৪-৭৫৪৪ এ করে সবজির ভিতর কৌশলে মাদক নিয়ে যাবার সময় গোবিন্দগঞ্জ থানা গেটের সামনে আটক পূর্বক উপস্থিত সংবাদিক ও জনতার সামনে তল্লাশি করে এবং ট্রাকের ডালার মধ্যে থাকা দূটি সবজির বস্তার ভিতর তিনটি ব্যাগে ২৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় ফেনসিডিলের মূল মালিক ও মাদক ব্যবসায়ী আসামি নবাবগঞ্জ উপজেলার তেকরা ডিয়াস গ্রামের ছাবেদ আলীর ছেলে ১। জামাল মন্ডল(৪৭) ,ট্রাকের ড্রাইভার আসামি ২। মিন্টু চন্দ্র দাস (৩৫) পিতা শ্রী রবীন্দ্র চন্দ্র সাং কাচঁ নগর শিপাই মন্ডলপাড়া ও আসামি হেলপার ৩। রুবেল ইসলাম (২৬) পিতা আমিনুল ইসলাম সাং রামপুর মন্ডল পাড়া উভয়ের থানা পার্বতীপুর সর্ব জেলা দিনাজপুরদের কে হাতে নাতে আটক করে।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, আসামিরা পরিকল্পিত ভাবে করোনার সুযোগে সবজির ট্রাকে করে এই ফেনসিডিল ঢাকা নিয়ে যাচ্ছিলো। উদ্ধারকৃত ফেন্সিডিল এর মূল্য ২ লক্ষ ৩০ হাজার টাকা। এ বিষয়ে থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।