ফুলতলায় লকডাউনের মধ্যেও ৭ প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশঃ ২০২০-০৫-০৯ - ১৬:০৩

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনায় ফুলতলায় লকডাউনের মধ্যে খোলা থাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালত ৭ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। এর মধ্যে কুন্ডু ষ্টোরকে ২ হাজার টাকা, তপন কুন্ডুকে ১ হাজার টাকা, মুসলিম ষ্টোরকে ১ হাজার টাকা, কসমেটিক্স বাজারকে ১ হাজার টাকা, আলী মিয়ার দোকনকে ১ হাজার টাকা, রোকন ষ্টোরকে ৫শ’ টাকা ও মান্নান ষ্টোরকে ৫শ’ টাকা জরিমানা ধার্য এবং আদায় করা হয়।

শনিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান ও খুলনা জেলা সহকারী পরিচালক শিকদার শাহিনুর আলম এ অভিযান পরিচালনা করেন। এ সময় থানার এসআই তাপস রায়ের নেতৃত্বে পুলিশ সহযোগিতা করে।