দাকোপে কর্মহীনদের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশঃ ২০২০-০৫-০৯ - ১৮:৪৮

আজগর হোসেন ছাব্বিরঃ দাকোপে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি ও হতদরিদ্র ৫শত পরিবারের মাঝে খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান ও উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে দাকোপ উপজেলার ৯ টি ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমির এজাজ খান। শনিবার দুপুরে চালনা পৌরসভার লঞ্চঘাট এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নেতা ও দাকোপ উপজেলা বিএনপির আহবায়ক আবুল খায়ের খান, খুলনা জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মন্টু, খায়রুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আরশাফুল আলম নান্নু, খুলনা মহানগরনেতা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক পৌর কাউন্সিলর অসিত কুমার সাহা, চালনা পৌর বিএনপি নেতা শেখ মোজাফ্ফার হোসেন, বাহাদুর মুন্সি, ইসমাইল হোসেন, চালনা পৌর কাউন্সিলর আইয়ুব আলী কাজী, তরিকুল ইসলাম নান্নু, কামরুল ইসলাম টুকু, রমজান গাজী, রবিউল ইসলাম মনা, তরিকুল ইসলাম গাজী, জি এম রুমন, বাদল শেখ প্রমুখ। এ সময় ৫শত পরিবার মাঝে পরিবার প্রতি ৫ কেজি চাউল ও ২ কেজি আলু বিতরন করা হয়।