করোনার টিকা আবিষ্কারে বড় ভূমিকা রাখবে জিন রহস্য উন্মোচন

প্রকাশঃ ২০২০-০৫-১৩ - ২০:২৫

ঢাকা অফিস : করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স বা জীবন রহস্য উন্মোচন টিকা আবিষ্কারে বড় ভূমিকা রাখবে; বিজ্ঞানী সমীর কুমার সাহা।
বেসরকারি প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন দেশে প্রথমবারের মতো করোনার জিনোম সিকোয়েন্স বা জীবন রহস্য উন্মোচন করেছে। এই অভাবনীয় আবিষ্কারের ফলে করোনাভাইরাস কিভাবে জিন পরিবর্তন করে এবং এর গতি-প্রকৃতি সম্পর্কে খুব সহজেই ধারণা পাওয়া যাবে।

করোনার টিকা আবিষ্কারে যখন সারা বিশ্বের গবেষকরা হিমশিম খাচ্ছে। তখন করোনাভাইরাস কিভাবে তার ধরন পাল্টায় সে রহস্য উদঘাটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশে অণুজীব বিজ্ঞানী অধ্যাপক সমীর কুমার সাহা ও তার মেয়ে সেঁজুতি সাহা।

বাংলাদেশ চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের বিজ্ঞানী অধ্যাপক সমীর কুমার সাহা জানিয়েছেন, করোনাভাইরাসের জীবন রহস্য উন্মোচন টিকা আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে ১শ’ টিকা নিয়ে কাজ করছেন গবেষকরা। এর মধ্যে ১০টিরও বেশি টিকা ট্রায়ালে রয়েছে।এছাড়া, কেন করোনা কখনো প্রাণঘাতী, কখনো উপসর্গহীন সে প্রশ্নের উত্তর মিলবে বলেও জানান তিনি।

এখন পরবর্তী ধাপে করোনার আরও সিকোয়েন্সিং করা হবে। তবে, তা পরিকল্পিতভাবে করার পরামর্শ দিয়েছেন অধ্যাপক সমীর কুমার সাহা।