ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলার জামিরা ইউনিয়নে মানুষের কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে শনিবার সকালে শতাধিক অসহায় ও দুঃস্থ্য পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় ইউপি কমপ্লেক্স অডিটরিয়ামে সংগঠনের সভাপতি মোঃ আরমান হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, জামিরা বাজার মুক্তময়ী যুব সংঘের সভাপতি আঃ হালিম শেখ, সাধারণ সম্পাদক শেখ বাবলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস কে সাদ্দাম হোসেন, অভয়নগর ব্লাড ব্যাংকের সভাপতি ইমতিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক তানভীর হাসান। বিএম মাহফুজ ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইয়াছিন মোল্যা, রুহুল আমিন প্রমুখ।