মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পান’র কারণে মোংলা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এটি এখন মোংলা বন্দর থেকে ১০৭০ কিলোমিটার দক্ষিণদক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকলেও স্বাভাবিক আবহাওয়া বিরাজ করছে মোংলাসহ সুন্দরবন সংলগ্ন আশপাশ উপকূলীয় এলাকা জুড়ে। যার ফলে মোংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস ও পরিবহণের কাজ স্বাভাবিক রয়েছে। বন্দরে কয়লা ও ক্লিংকারবাহীসহ মোট ১১টি বিদেশী বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে এবং স্বাভাবিক কাজ কর্মও চলছে বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ। ঘূর্ণিঝড় আম্পানের কারণে জরুরী কন্ট্রোল রুম খুলেছে বন্দর কর্তৃৃপক্ষ।