এদিকে, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দেশের ছয় জেলায় এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝড়িয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৯ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অতিক্রম করবে। উপকূলের বিভিন্ন স্থানে ৮ থেকে ৯ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হয়েছে। যেটি ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত বাড়তে পারে।
এর প্রভাবে মোংলা ও পায়রা বন্দরসহ উপকূলীয় জেলাগুলোতে ১০ নম্বর মহাবিপদ সংকেত ও চট্টগ্রাম, কক্সবাজার বন্দরসহ নোয়াখালী, ফেনীতে ৯ নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
আম্পান বাংলাদেশ অতিক্রম করলেও এর প্রভাবে আজও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।