সুব্র ঢালী, রামপাল (বাগেরহাট) : রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জুয়াড়ী আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে টহল দেওয়ার সময় খুলনা-মোংলা মহাসড়কের বগুড়া ব্রীজ এলাকার তালেব খাঁর মৎস্য ঘেরের বাসা থেকে তাস ও টাকাসহ ৫ জুয়াড়ীকে আটক করেছে। জুয়াড়ীরা হলেন বাগেরহাট সদরের আফরা গ্রামের সামছু রহমানের পুত্র নাসির উদ্দিন (৪৪), মংলার সাহেব আকনের পুত্র মোঃ মানিক আকন (৪২) , সিকিরডাঙ্গা গ্রামের রাজ্জাক মোড়লের পুত্র আবু সাইদ মোড়ল (৩৮), একই গ্রামের লাল চাঁন মোড়লের পুত্র ইব্রাহিম মোড়ল (৪২), উজলকুড় গ্রামের মাসুদ শেখের পুত্র রাজু শেখ (২৮) কে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে নগদ ১১ হাজার টাকা, ২ সেট নতুন তাস উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রামপাল থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে জুয়া আইনে একটি মামলা দায়ের করেন। সোমবার বেলা ১১ টায় আটককৃতদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে রামপাল থানার ওসি মোঃ লুৎফর রহমান ৫ জুয়াড়ী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রামপাল থানা পুলিশ কোন ছাড় দিবে না। অভিযান অব্যহত রয়েছে মাদক সরবরাহকারী, জুয়াড়ী, মাদকদ্রব্য বিক্রেতাদের বিরুদ্ধে ।