ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলার বেজেরডাঙ্গাস্থ আমজাদ হোসেন আকুঞ্জী অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের অসহায় শিক্ষার্থীদেরকে শনিবার সকাল ১০টায় আর্থিক সহায়তা প্রদান করা হয়। আমজাদ হোসেন আকুঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। প্রধান শিক্ষক মোঃ মাহমুদ হোসেন আকুঞ্জীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, মানুষের কল্যাণে আমরা সংগঠনের সভাপতি মোঃ আরমান হাসান মোল্যা, ইউপি সদস্য মোঃ বকতিয়ার শেখ। এ সময় অর্থশতাধিক অসহায় শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।