গোবিন্দগঞ্জে পরিবহন চালক ও যাত্রীদের মাঝে সচেতনতা লিফলেট বিতরণ

প্রকাশঃ ২০২০-০৬-০১ - ১৭:৪৮

গাইবান্ধা প্রতিনিধি : বর্তমান করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হওয়া যাত্রীবাহি বাস চালক ও যাত্রীদের সচেতন করতে গাইবান্ধার গাবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের উদ্যোগে পরিবহণ চালক হেলপার ও যাত্রী সাধারণের মাঝে সচেতনতা লিফলেট বিতরণ করা হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক আব্দুল কাদের জিলানী এবং গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান গতকাল সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ চৌমাথা মোড়ে মহা সড়কে চলাচলকারী যাত্রীবাহি বাসের চালক, হেলপার ও যাত্রীদের হাতে এ সচেতনতামূলক লিফলেট তুলে দেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার আয়োজনে লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমিন, মোশারফ হোসেন ও গাইবান্ধা জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির যুগ্ন সাধারণ জাহেদুল ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।