বিজ্ঞপ্তি : খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে দিঘলিয়া থানা এলাকা হতে ১০০ (একশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ ০১ জন গ্রেফতার।
খুলনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব, সেখ কনি মিয়া এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক/গোপাল চন্দ্র রায় ও এসআই (নিঃ) মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে ০৭/০৬/২০২০ তারিখ রাত্র ২২.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনাস্থল দিঘলিয়া থানাধীন ফেরীঘাট মোড় জনৈক সিরাজ এর হার্ডওয়ার এর দোকানের দক্ষিণ পাশে পাঁকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ তারিক হোসেন ওরফে তারেক মুন্সি (৩৫), পিতা-মৃত আমজাদ মুন্সি, সাং- বাড়ি নং-১০২, মেইন রোড, গোবরচাকা, থানা-সোনাডাঙ্গা, কেএমপি, খুলনাকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধার করে ০৭/০৬/ ২০২০ খ্রিঃ তারিখ রাত্র ২২.১৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন।
উল্লেখ্য যে, মোঃ তারিক হোসেন ওরফে তারেক মুন্সি (৩৫) এর বিরুদ্ধে মাদক আইনে ৬/৭ টি মামলা রয়েছে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী চক্রের অন্যান্য সদস্য সহ তার সহযোগীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ)/ মোঃ হামিদুল ইসলাম বাদী হয়ে আসামির বিরুদ্ধে দিঘলিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার জেলা গোয়েন্দা পুলিশের এসআই/ রাজিউল আমিন প্রতিবেদন সহ আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।