ফুলতলায় জয়তুন অটো রাইচ এন্ড ডাল মিলে আগুনঃ ক্ষতির পরিমান প্রায় ৩০ লক্ষ টাকা

প্রকাশঃ ২০২০-০৬-১৩ - ২১:১৪

তাপস কুমার বিশ্বাসঃ খুলনার ফুলতলা তরতিবপুর এলাকার শেখ ব্রাদার্স লিমিটেড এর মালিকানাধিন জয়তুন অটো রাইচ এন্ড ডাল মিলের বয়লার সংলগ্ন তুষ গোডাউনে শনিবার বিকালে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে রাত ৮টায় আগুন পূর্ণ নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমান প্রায় ৩০ লক্ষ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

খুলনার খানজাহানআলী ফায়ার সার্ভিজের স্টেশন অফিসার সোয়াইব হোসেন মুন্সী বলেন, বিকালে মিলের বয়লার সংলগ্ন তুষ গোডাউনে আগুন লাগলে বিকাল ৩টা ১০ মিনিটে খবর পেয়ে সাড়ে ৩টার মধ্যে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌছে যাই। একটু পরেই ফায়ার সার্ভিজের নওয়াপাড়া থেকে অপর একটি ইউনিট এসে আমাদের সাথে যোগ দেয়। যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে চলে আসে। তবে সংরক্ষিত তুষের গুদামে মাঝে মধ্যে আগুন ও ধোয়া বেরুতে থাকায় আগুন পূর্ণ নিয়ন্ত্রনে আনতে রাত ৮টা বেজে যায়। মিলের বয়লারে অতিরিক্ত তাপ ও চাপ সৃষ্টি হওয়ার কারণে বয়লার সংলগ্ন জ্বালানী তুষ থেকে এ আগুনের সূত্রপাত। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ৩০ লক্ষ টাকা হলেও অনেক মূল্যবান সম্পদ ও অন্যান্য যন্ত্রাংশ আগুন থেকে রক্ষা হয়েছে। মিলের কর্মরত সাই ক্লিনার মোঃ রফিকুল ইসলাম (৫৫) বলেন, তুষ গোডাউন থেকে বিকাল আনুমানিক ৩টার দিকে ধোয়া উড়তে দেখে ফায়ার সার্ভিসে সংবাদ ও আমরা আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা করি। মিলের প্রকৌশলী মোঃ কেতাউর রহমান বলেন, আবওহাওয়াগত কারণে মিলের হাজ বাংকার থেকেই এ অগ্নিকান্ডের সূত্রপাত। সবকিছু মিলেয়ে ক্ষতির পরিমান আনুমানিক ২৫ থেকে ৩০ লক্ষ টাকা।