ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্মল কবিরাজ (৬৫) আর নেই। তিনি হার্ট-এ্যাটাক জনিত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে উত্তর বিল-পাবলা গ্রামস্থ নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ২কন্যাসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। পরে পাশখালি শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে তার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন গুটুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা, অধ্যাপক সুকৃতি মন্ডল, কাজী আব্দুল মজিদ, যতীন্দ্রনাথ মন্ডল, সঞ্জয় দেবনাথ, শিশির ফৌজদার, কবিতা রানী বিশ্বাস, নুরুল ইসলাম হালদার, সমর গাইন, শ্যামল শিকদার, অসিম ঢালী, তাপস ফৌজদার, পরিতোষ সরকার ও কাজী মেহেদী হাসান রাজা।