ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে নতুন করে আরো ২০ ব্যক্তি নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে রাজাপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহাজাবিন, নলছিটি হাসপাতালের ডাঃ জাবেদ ইগবাল ও সদর হাসপাতালের ডেন্টাল টেকনিসিয়ান জ্যোতিষ সিকদার রয়েছেন।
জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবুয়াল হাসান জানান, এ পর্যন্ত জেলায় মোট ১৪৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে এবং ৬ জনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল ঝালকাঠি জেলা সদর উপজেলায় একই পরিবারের তিন জন করোনা ভাইরাসে প্রথম শনাক্ত হন। এরপর থেকেই জেলা জুড়ে করোনা ভাইরাস আক্রান্ত সংখ্য বেড়েই চলছে।
চিকিৎসক, শিক্ষক, পুলিশ, রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
জেলা প্রশাসক স্বাস্থ্যবিধি পালন করে চলাচলে অব্যহত ভাবে সচেতনতা ও মোবাইল কোর্ট পরিচালনা করে যাচ্ছে।