প্রেস বিজ্ঞপ্তিঃ সুন্দরবনে বিভিন্ন সময় ছোট ছোট খালে চলছে বিষ প্রয়োগ করে মৎস্য নিধন। কিছু অসাধু মাছ ধরার জেলে ও ব্যবসায়ী মুনাফা লাভের আশায় সুন্দরবনের বিভিন্ন খালে অবৈধ ভাবে বিষ প্রয়োগ করে চিংড়ির (গলদা,বাগদা,হরিনা,চাকা) রেনু, মা চিংড়ি, পারসে,ভেঢকী,দাতিনা, পায়রা, কাইন মাগুর জাবা মাছের পোনা ইত্যাদি ধ্বংস করছে। উক্ত মাছ ধরার পর বিক্রির জন্য দাকোপ থানার কালাবগী,নলিয়ান সহ বিভিন্ন এলাকা হতে খুলনায় আসার পথে ২১/০৬/২০২০ তারিখ রুপসা ব্রীজের নিচে মোঃ আবু সাইদ,জেলা মৎস্য কর্মকর্তা, খুলনা জেলা ও জেলা গোয়েন্দা শাখা, খুলনার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১৫ মন বিষ যুক্ত মাছ উদ্ধারপূর্বক ধ্বংস করা হয়।