হিলিতে ইয়াবা নিয়ে স্বামী-স্ত্রীসহ আটক-৩

প্রকাশঃ ২০২০-০৬-২২ - ১৭:৫০

হিলি প্রতিনিধিঃ হিলিতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ তিন জনকে ইয়াবাসহ আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। শনিবার ভোরে উপজেলার সীমান্তবর্তী নওপাড়া নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান,মাদকের একটি বড় চালান সীমান্ত পেরিয়ে নওপাড়া গ্রামে একটি বাড়িতে স্বামী-স্ত্রী অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই রাজু আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দহলদল নওপাড়া গ্রামের হান্নানের বাড়িতে অভিযান চালায়। সেখানে অভিযান চালিয়ে শরীরে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় পলিথিনে করে মোড়ানো ৫শ পিচ ইয়াবা উদ্ধারসহ স্বামী-স্ত্রী ও আরো একজনকে আটক করা হয়।

তিনি আরো জানান,তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দ্বায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আটকৃকতরা হলেন, উপজেলার ধাওয়া নশিপুর গ্রামের মৃত ওয়াজেদের ছেলে মনিরুল (৩০) ও নওপাড়া গ্রামের বাড়ির মালিক তাইজউদ্দিনের ছেলে হান্নান আলী (৪০) এবং তার স্ত্রী জান্নাতী বেগম (২০)।