খুলনা অফিসঃ খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার দুপুরে খুলনায় সুন্দরবন অনলাইন স্কুলের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এটুআই সংযুক্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন, খুলনা বিভাগীয় তথ্য অধিদপ্তরের উপ-পরিচালক ম. জাবেদ ইকবাল, প্রভাষক আনিসুর রহমান প্রমুখ। এ সময় খুলনা জেলার অ্যাম্বাসেডর শিক্ষক জপেশ কান্তি রায়, গৌতম কুমার সরদার, তুহিন সরদার, জাহিদুল ইসলাম, সৌমিত্র বিশ্বাস, সমেরন্দ্রনাথ মন্ডল, গনেশ মন্ডল, মোঃ গুলজার হুসাইন, এস এম শারাফুল ইসলাম, জি এম ফারুকুল ইসলাম, হিল্লোল কুমার মল্লিক, নির্মল মৃধা, লিপিকা পাত্র, অভিজিৎ কুমার মন্ডল, মোছাঃ ফারজানা তাজ, দেবপ্রসাদ মন্ডল, মোঃ নজরুল ইসলাম, শেখ হামিদুজ্জামান হামিদ, বিদ্যুৎ ফৌজদার, সৈয়দ আবদুল্লাহ আল মামুন, জান্নাতুল ফেরদৌস, এস এম মনিরুল ইসলাম, মনবেন্দ্র সরদার ও মোঃ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।